শামীম আহমদ, জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদরে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজর ১ম মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ২টায় অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ গোয়াইনঘাট এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাজনীন আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দোলন চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, হাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সুলেমান আহমদ, বার্কীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শুকুর, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসনাত জুয়েল, পূর্নানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, গোয়াইনঘাট মডার্ন একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক নুরুল হুদা, শামীম আহমদ, মাসরুল আহমদ।
অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।