পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুপ্তা হক মহোদয়ের নেতৃত্বে গত শুক্রবার গভীর রাতে শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীত বস্র বিতরণ করা হয়। এসময় সংগে ছিলেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুম বিল্লাহ সাহেব এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। মানবতার এই বিরল দৃষ্টান্ত পুরো গোপালগঞ্জ জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। শীতে বস্রহীন সাধারণ মানুষের আহবান, দলমতের উর্দ্ধে উঠে সকলকে একযোগে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে।