মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মো.হাফিজুল ইসলাম হারুনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাত ৮টায় মোহনগঞ্জ থানায় ওসি'র অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা মাদকসহ বিভিন্ন অপরাধ বিষয়ে আলোচনা তুলে ধরেন,এবং প্রশাসনকে সাহায্য করার আশ্বাস দেন।
এসময় ওসি সবার মতামতের উপর গুরুত্ব দেন,এবং উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মুল করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মোহনগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি,এম.এস দোহা (যুগান্তর), সহসভাপতি ইন্দ্র সরকার (আমাদের সময়),ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মানিক তালিকদার, যগ্নসাধারণ সম্পাদক সাইফুল আরিফ জুয়েল (আজকের পত্রিকা),কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন (দ্যা মুসলিম টাইমস),ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর মো.আজহারুল ইসলাম (দৈনিক কালবেলা), হাজী মোঃ রফিকুল ইসলাম (দৈনিক জাহান), সম্মানিত সদস্য আবুল কাসেম আজাদ (জনকন্ঠ), শ্যামল চৌধুরী (দৈনিক সংবাদ), সুমন মাহমুদ শেখ (পল্লীবার্তা), মোঃ হাসান খান (আমার সংবাদ), মোঃ রফিকুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), রিংকু রায় (আজ কালের খবর), বিপ্লব রায় মনা (আমাদের নতুন সময়), মোঃ মিজানুর রহমান নন্দন (তৃতীয় মাত্রা), আঃ রব খান ঠাকুর (দৈনিক জনতা), প্রমুখ।