মীর দুলাল।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যদিও জেলার চার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩৬ জন সম্ভাব্য প্রার্থী, শেষ দিনে এসে ২৯ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন জমাদানের শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
হবিগঞ্জ-৩ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির প্রার্থী জি কে গউছ, জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার।
হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ রুপক, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা নোমান আহমদ ছাদিক এবং বাসদের লোকমান আহমেদ তালুকদার।
হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী শেখ সুজাত মিয়া, বাংলাদেশ জাসদের কাজী তোফায়েল আহমদ, খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম মীরপুরী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী।
হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এস এম ফয়সল, খেলাফত মজলিশের ড. আহমেদ আব্দুল কাদের বাচ্চু, আমার বাংলাদেশ পার্টির মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ সাজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ রেজাউল মোস্তফা,.. …