উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঐতিহ্যবাহী ঘোড়াঘাট কৈলাশচন্দ্র পাইলট মডেল স্কুল ও কলেজের ২০২৫সালের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ফলাফল অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সাবেক পৌর প্রশাসক দেলজার হোসেন বিলু, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেচুর রহমান সওদাগর, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম,কালুপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, জিয়া পরিষদের সেক্রেটারী আনোয়ার হোসেন ডাবলু প্রমুখ। বাৎসরিক পরীক্ষা ফলাফলের শুরুতেই সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতের আগে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র স্কুল ও কলেজের শিক্ষক ক্বারী আব্দুল বাসেত। শেষে কৈলাসচন্দ্র স্কুল ও কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান ফলাফল পাঠ করে শোনান।
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
৩০-১২-২৫