মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩/০১/২০২৬ তারিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীপায়ন চাকমা। এতে পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে ২১ জন প্রতিবন্ধীকে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি ১৫৮ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ করা হয়।
র্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সমাজ সেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।