পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ২ দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু সিনথিয়া খানম মিষ্টি গত রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে বাড়ির আশপাশ ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোমবার (৫ জানুয়ারি) সকালে গিছুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।