অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বেজপাড়া বাজারে, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগাহ গোরস্তান, হাফিজা মাদ্রাসা, ইসলামি কিন্ডারগার্টেন ও মসজিদ সংলগ্ন স্থান থেকে মুরগির ফার্ম অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় কয়েকশত মানুষ।
আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় ঈদগাহ, মসজিদ,মাদ্রাসা ও গোরস্থানের নিকটবর্তী স্থান থেকে মুরগির ফার্ম সরিয়ে নেওয়ার দাবিতে, কমিটি সহ এলাকার শত শত মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক,
হাজী আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, সিনিয়র সহ সভাপতি আমদ আলী, জিন্নাত আলী মাষ্টার, শহিদুল ইসলাম বাবু, রেজা, নজরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য নাজমুল সহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭ দিনের মধ্যে মুরগীর ফার্ম অপসারণ না করা হলে ৭ গ্রামের মানুষ কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা জানান, বেজপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে, পুলিশে কর্মরত হাসান আলী জমি ক্রয় করে সেখানে মুরগীর ফার্ম নির্মাণ করছেন।
উল্লেখ্য বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজিয়া মাদ্রাসা মসজিদ দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতি ও আবেগের জায়গা রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে ৭ গ্রামের শত শত মানুষ অংশ গ্রহণ করেন।
অতুল সরকার ১০/০১/২০২৬ ০১৭১১০৫০৯৩৭