হাবিব আহমদ -স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট, সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা জাফলং এ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় ৪ শত ২০ কেজি জিরাগুঁড়া সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।গোয়াইনঘাট থানা সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৪২০ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দ কৃত জিরার আনুমানিক বাজার মূল্য লক্ষাধীক টাকা বলে ধারনা করা হচ্ছে। অভিযান কালে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন কে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।গ্রেফতাকৃত দের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধিন বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।ভারতীয় অবৈধ পণ্য পরিবহন মজুদের সংগে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সীমান্ত এলাকায় ভারতীয় চোরাচালান বিরোধী অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।