অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর খানখানাপুর করিম ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় পাম্পকর্মী রিপন সাহা পথ আটকালে, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায় সাবেক যুবদল নেতা ও ঠিকাদার আবুল হাশেম সুজন। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
পাম্প কর্মচারিদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এককটি জিপ গাড়ি এসে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে তিনি টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে ঢাকা মেট্টো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপ গাড়ি চলে যাচ্ছিলো। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষন পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।
ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।
অতুল সরকার ১৬/০১/২০২৬ ০১৭১১০৫০৯৩৭