মীর দুলাল।। চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলী (৩০) আটক হয়েছে।
এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সূত্রে জানা যায়,
গত কাল রাতে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)।
এর আগে পৃথক এক অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যে আক্কাস আলীর অবস্থান শনাক্ত করা হয়।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ অস্ত্র, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ছোট ছুরি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আক্কাস আলী দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে এবং এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপোর্দ করা হয়েছে।