মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি) এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিরন মিয়া (২৬) কে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যে মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
তবে ইয়াকুব আলী পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০) কে হাতেনাতে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- লিটন মিয়া (৩৩), পিতা: মনোয়ার আলী জালাল মিয়া (৩০), পিতা: তোয়েব আলী হিরন মিয়া (২৬), পিতা: শাবু মিয়া।
অভিযান শেষে আটককৃতদের ও উদ্ধার করা গাঁজা ও মোবাইল ফোন চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, সময়োপযোগী পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।