মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে যানা যায় আফজল মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, ধারাবাহিকভাবে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি ক্ষতির মুখে পড়ছে এবং পরিবেশগত ঝুঁকি বাড়ছে।
। মনতলা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মাটি উত্তোলনের বিষয় টি নিয়ে সচেতন নাগরিক ফেসবুক লাইভে মাটি কর্তনের চিত্র তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান , “ফসলি জমি থেকে মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ কার্যক্রম বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, কৃষিজমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।স্থানীয়রা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে কৃষিজমি রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।