পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ -০৩ সংসদীয় আসন -২১৭ থেকে নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিক ভাবে আজ ২১ (জানুয়ারী) বুধবার জেলা প্রশাসক কার্যালয় উপস্থিত হয়ে বুঝে নিলেন। প্রতীক বরাদ্দ পেয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিঁনি বলেন, নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হল। এবার মাঠের চুড়ান্ত লড়াই শুরু হবে। আমাদের হাতে সময় খুবই কম তাই সময় নষ্ট না করে, মানুষের কাছে ছুটে যেতে হবে। নির্বাচনে
জয়ের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের
জন্য কাজ করেছি। আশা করছি( টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) মানুষ আমাকে মূল্যায়ন করে তাদের
উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করবে।