পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রতীক বরাদ্দের পর প্রচারনায় প্রথম দিনে গোপালগঞ্জে -০৩ আসনের সদ্য
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন। আজ (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এসব করেন।
প্রথমে সকাল সাড়ে ১০টায় গওহরডাঙ্গা মাদ্রাসায়
আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায় শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে সে প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানান এই প্রার্থী।
পরে গেটের বাইরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতকরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া প্রার্থনা করেন। পরে, তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, নিজের পক্ষে ভোট চেয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমার নির্বাচনী এলাকা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া, দুজন মহামানবের জন্মস্থান। তারা এই মাটিতেই শুয়ে আছেন। তাদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।
তিনি আরো বলেন, গোপালগঞ্জ-০৩ আসনে সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের মানুষের জন জন্য আমি সংসদে সোচ্চার হয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলব।