আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রাজু আহমেদ (২৫)। সে নওগাঁ জেলার পত্নীতলা থানার চণ্ডীপুর গ্রামের আহসান মন্ডলের পুত্র। তার বর্তমান ঠিকানা কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙা গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ৪৩ বোতল ভারতীয় AC BLACK মদের আনুমানিক বাজারমূল্য ৯৪ হাজার ৬০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, আটককৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলাকে মাদকমুক্ত রাখতে সবসময় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।