পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -০৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী রবিবার ( ২৫জানুয়ারী) টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা জনসভায় বলেন, আমাকে বৈদ্যুতিক শর্ট দেওয়া হয়েছে। তারপরও জাতীয়বাদী আদর্শ ত্যাগ করাতে পরেনি। কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দীর্ঘ রাজনৈতিক জীবন পাড় করেছি। আপনারা আমাকে নির্বাচাতি করে জাতীয় সংসদে পাঠালে আজীবন আপনাদের সেবায় উৎস করব। তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। গোপালগঞ্জে হিন্দু -মুসলিম সবাই মিলে-মিশে বসবাসের যায়গা। ভূল বুঝিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই । এর পূর্বে ও নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য
মনোয়ন জমা দিয়েছি কিন্তু আমাকে প্রচার চালাতে দেওয়া হয়নি । মামলা - হামলা দিয়ে আপনাদের কাছ থেকে দুরে রাখা হয়েছে। তখন
ভোটের সুষ্ঠ পরিবেশ ছিল না। আজ আল্লাহর অশেষ রহমতে গনতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট
দেবেন।