সিলেটে এক কলেজছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার ২৪ জানুয়ারি গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম সাব্বির ৩০। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ছোট খোদাতপুর গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।
মামলার তথ্যে জানা যায়, গত ১৪ জানুয়ারি সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন শাহখুররম ডিগ্রি কলেজের এক ছাত্রী অপহরণের শিকার হন। ওই দিন বিকেলে অপহরণকারীরা ছাত্রীর বাবার কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জালালাবাদ থানায় সাব্বিরকে প্রধান আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত কলেজছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ছাত্রী ও গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
#সিলেট #কলেজছাত্রী #অপহরণ #র্যাব #গ্রেপ্তার
#Sylhet #Kidnapping #RAB #CrimeNews #Bangladesh