আরিফুল ইসলাম
মোহনগঞ্জ ,নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এতে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবৈধভাবে সরকারি জায়গার মাটি কেটে বিক্রি করছে—এমন চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পৌরশহরের পানি সরবরাহ ব্যবস্থার তদারকি জোরদার করা এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তার ওপরও আলোচনা হয়।
এদিকে আসন্ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা বলেন, যে কোনো অনিয়ম বা অপরাধের তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।