সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।
বুধবার বিকেলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চারমাতা স্ট্যান্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন মামুন ট্রাক থেকে চাঁদা নেয়াকে কেন্দ্র করে ঐ সার্জেন ও ট্রাকের ড্রাইভার এর সাথে হাতাহাতি হয়।
এ ঘটনার জেরধরে ঘোড়াঘাট উপজেলার ২৪৫ ট্রাক শ্রমিক সংগঠন ও ১১৬৭ বাস শ্রমিক সংগ ঠনে শ্রমিকরা একত্রিত হয়ে লাঞ্ছিত ট্রাক ড্রাইভার জাহাঙ্গীরকে সাথে নিয়ে বিকেল ৫টা থেকে ঘোড়াঘাট সীমান্ত সাহ ইসমাইল গাজীর মাজারের সামনে ট্রাক পাতোলে করে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শতাধীক ট্রাকসহ যাত্রীবাহীবাস আটকে জনসাধারণের অসুবিধা সৃষ্টি হয়েছে। তারা বলছে ট্রাফিক পুলিশের বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবন্ধকতা থেকে সড়ে দাঁড়াবে না তারা।
২৮-১-২৬