ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ০২টি শট গান, ০১টি পিস্তল, ০১টি এয়ার গান, ০১টি ডামি পিস্তল, ০১ রাউন্ড .৩০৩ ক্যালিবার এ্যামোনিশন, ০১ রাউন্ড শটগানের এ্যামোনিশন, ০৩ রাউন্ড শট গানের ফায়ারকৃত কার্তুজ, ০৫টি ধারালো দা, ০১টি বিদেশী চাকু, ০১টি ড্যাগার, ৪ লিটার দেশীয় মদ উদ্ধারসহ দুইজন কে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।