মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ রব্বানী আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত রব্বানী আহমদ সিলেট জেলার জৈন্তাপুর থানার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাত ১০টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় জগদীশপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে।এ সময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানী জানায়,সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ফেন্সিডিল মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।