মীর দুলাল।। বাহুবলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাদেক গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাদেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন পূর্ব জয়পুর এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ করা হয়েছে। এমন তথ্যের প্রেক্ষিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব জয়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছাদেক মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাদেক মিয়া একটি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি ইকতার মিয়া বলেন,
“গ্রেফতারকৃত ছাদেক মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মধ্যে যৌথবাহিনীর এমন অভিযানে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করেন।