সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর ৬ আসন ঘোড়াঘাট , হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ,ধানের শীষ মার্কা পদ প্রার্থী এ জেড এম ডা.জাহিদ হোসেনের স্ত্রী মোছাঃ ডাঃ শরিফা বেগম সর্না তার পক্ষে ভোট চেয়ে ঘোড়াঘাটে মহিলা দলকে নিয়ে এক সমাবেশ করেছে।
গতকাল সকালে পৌরসভা পুরাতন মাঠে এ সমাবেশে বিএনপির মহিলা দলের সভা নেত্রী মোছাঃ এসতেয়ারা বেগমের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডা.জাহিদ হোসেনর স্ত্রী মোছাঃ ডাঃ শরিফা বেগম সর্না । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখে, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন,ছাত্রদলের পৌর সভাপতি মোঃ সজিব মিয়া,মহিলাদলের অন্যতম নেত্রী মোছাঃ আয়শা সিদ্দিকাসহ আরো অনেকে।সভায় দলমত নির্বিশেষে দিনাজপুর ৬-আসনের এ জেড এম ডা.জাহিদ হোসেনকে ধানের শীষের পদপ্রার্থী মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহব্বান জানান।