1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আলবদর,আল সামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর (রবিবার) ১১টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জাহান স্বর্না।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সফিকুর রহমান, লালমাই উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামিম ইকবাল, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূইয়া,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসনে সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন,উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তাগন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান রেখে বলেন স্বাধীন বাংলাদেশকে মেধা শুন্য করার নীল নকশা বাস্তবায়নের লক্ষে সাহিত্যিক,কবি,সাংবাদিক, শিক্ষাবিদ,ডাক্তার, ইন্জিনিয়ার,বিজ্ঞানী,রাজনীতিবিদ সহ সহ প্রায় দশ হাজারের অধিক সূর্যসন্তানদেরকে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যেভূমি তে হত্যা করে, এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের অনেকেই ঘুম করে। পরবর্তীতে তাদের হদিস পাওয়া যায়নি।

শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী তাফাজ্জল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট