
মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কৃষকলীগের সদস্য বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেবিল হান্ট টু’র আওতায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে।