
মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।
বুধবার ১৭ ডিসেম্বর সকালে
নারাইনপুর এলাকায় সাহেব বাড়ির গ্রেইট এর সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ ঘটনা টি ঘটে।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে তেলবাহী লরিটির পেছনে ধাক্কা দেয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা সুপারভাইজার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুপারভাইজারের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।