1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান। গোপালগঞ্জ -০২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোয়ন ফরম সংগ্রহ কোটালীপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার গোয়াইনঘাটে ধানের শীষকে বিজয় করার লক্ষে দুই চৌধুরীর মিলন মেলা। বাগেরহাট-২ আসনে এমএ সালামের  মনোনয়নের  দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  তানোরে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা প্রদান। লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কোটালীপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে তাপস হালদার (৩৫) নামে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার
কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।
গ্রেপ্তারকৃত তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট