
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ।
গোপালগঞ্জ -০২ সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য গত সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মওলানা তসলিম হোসাইন সিকদার সাহেব। ইসলামী আন্দোলন বাংলাদেশে গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ মনে করেন তিনি নির্বাচিত হলে তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখবে। গোপালগঞ্জ জেলার
সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সভাপতি সাংবাদিক ও কবি বাবু রবীন্দ্রনাথ অধিকারী
বলেন , প্রার্থী নির্বাচনে সব দল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মনোনয়ন
দিচ্ছে । আশা করি গোপালগঞ্জে
এবার নির্বাচনী লড়াই বেশ জমে উঠবে।