মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী সদর প্রতিনিধি।
২০/০৯/২০২৪,রোজঃশুক্রবার।
পটুয়াখালী কুয়াকাটা মহা সড়কে গাড়ি চালানোয় নিয়ম নিতির তোয়াক্কা নেই তাই প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। হতাহত ও নিহত হচ্ছে সাধারণ জনগণ। কখনো কখনো গাড়ি প্রতিযোগিতা করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, আবার কখনো বেপরোয়া গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা।আজ সকালে পটুয়াখালী কুয়াকাটা মহা সড়কে পাটুখালী বাসস্ট্যান্ড এর দক্ষিণ পাশে ট্রাক ও বাস গাড়ি মুখোমুখি সংঘর্ষে ট্রাক ছিটকে রাস্তার বাইরে পরে যায়। এবং বাস গাড়ি রাস্তার পাশে ছিটকে গেলে কাঁচা মাটিতে গাড়ির ডান পাশের চাকা ডেবে যায় তাই বড় দূর্ঘটনা থেকে যাত্রীরা রেহাই পেয়েছে। পাশেই ছিল বড় পুকুর। যাত্রীদের ভাষ্যমতে ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এমন দূর্ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ প্রশাসনের কড়া নজরদারি সহ নিরাপদ সড়কের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।