1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মোহনগন্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামে থাকতেন তার বাবার নাম. মো নুরুল ইসলামের । তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা সনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আসামিকে মোহনগঞ্জ থানা পুলিশ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে । রাত দশটায় সাব -ইন্সপেক্টর আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি নিয়ে যান । তার গ্রামের বাড়ি আদর্শ নগর এলাকায় মহড়া। সে খুরশিমুল হাই স্কুলে লেখাপড়া করেছে। ২০০০ সন থেকে ধামরাই এলাকায় অবস্থান করে ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত ছিল। পেরিরচর হচ্ছে মামার বাড়ি। সেপ্টেম্বর মাস হতে গ্রামের বাড়িতে ও মামার বাড়িতে অবস্থান করছিল।

ওসি মো. আমিনুল ইসলাম দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট