তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ প্রতিনিধি:
আজ রাজধানীর উত্তরায় ভালুকা সমিতির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ-এর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ভালুকা উপজেলার গর্ব, তরুণ সমাজের আইডল ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও ভালুকা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
পারভেজ ছিল ভবিষ্যতের সম্ভাবনাময় এক নেতা। তার মেধা ও নেতৃত্ব গুণে সে অল্প সময়েই সবার ভালোবাসা অর্জন করেছিল। এমন একজন মেধাবী তরুণকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়।”
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন এবং দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।