1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় ইকবাল হোসেন ইমন কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! ঝিনাইদহ কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় যুবদল নেতার মৃত্যু। গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও শেরপুর থেকে লামা তাজপুর,দক্ষিন কালনিচর রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছেন -গোলাম রাব্বানী! লাখাইয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাই হলো খড়ের স্তূপ! বিজয়নগরে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার! লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা! জলাবদ্ধতা নিরসনে ৭ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান। কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার! 

ঝিনাইদহ কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় যুবদল নেতার মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এিলোচন পুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের গোপিনাথপুর পাড়ায় নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় পড়ে নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে
শনিবার (৩ মে) দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলারএিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রাম গৌপিনাথপুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বালিয়াডাংগা গ্রামের গৌপিনাথপুর পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, বিগত সরকারের সময়ে নজরুল ইসলাম বাড়ি থাকতে পারতেন না। কয়েকটি মামলারও আসামি ছিলেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় মাটি ফেলেছিলেন। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন,
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট