লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে বজ্রাঘাতে শহীদ মাতুব্বর (৬০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার {৪ মে} দুপুর ১২টায় এই ঘটনা ঘটে।সে দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্মকান্দা গ্রামের সেকেন্দার মাতুব্বরের ছেলে।দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ আলী শেখ জানিয়েছেন, আজ রবিবার কৃষক শহীদ মাতুব্বার ধান কাটতে জমিতে যায়। দুপুর ১২টার দিকে বজ্রবৃষ্টি হলে সে জমিতেই মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশেউদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং আমাকে জানায়।এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়াম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।