প্রধানমন্ত্রীর,কার্যালয়ে,কাঁটাতারের বেড়ায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে
স্টাফ রিপোর্ট!
কাঁটাতারের বেড়া দিয়ে জোরদার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা।
রবিবার (৪ আগস্ট২৪)ইং দুপুর ১টার পরপরই বন্ধ করে দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের রাস্তাটি।
বিজয়সরণি থেকে বিমানবাহিনীর কর্মকর্তাদের মেস পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে অপরদিকের রাস্তাটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে।
সে সময় কাঁটা তারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করতে দেখা যাচ্ছিল সেনাবাহিনীকে। রাস্তা বন্ধ করার জন্য একদিকে বিজয়সরণির মুখের প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে বের হওয়ার রাস্তাটিতে কাঁটা তারের বেড়া দেয়া হয়।
অপরদিকে বিমানবাহিনীর কর্মকর্তাদের কোয়ার্টারের এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার রাস্তাটি বন্ধ করার জন্য একই পদক্ষেপ নেয়া হয়।
এ
ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১ নং গেট থেকে একটু দূরে দেয়ালজুড়ে কাঁটা তারের বেড়া দিতে দেখা যায়। একইসময়ে পুরো রাস্তাজুড়ে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল!