মোঃ নাহিদুল ইসলাম
বরিশাল – হিজলা সংবাদদাতা
বরিশাল – হিজলা থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হরিনাথপুর ইউনিয়ন শাখার আয়োজনে, হরিনাথপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায়, ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়।
৩ টায় (৩০) মিনিটের সময় ছাত্র জমায়েতের এই অনুষ্ঠান পালিত হয় ।
উক্ত ছাত্র গণ জামায়াতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিজলা – উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয় – সম্পাদক
ও যুবক আন্দোলন ও হিজলা উপজেলা- থানা শাখার সভাপতি
মাওলানা আব্দুল -হক বিন আমিন’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা – শাখার (শুরা ) সদস্য ,
হাফেজ মোঃ আবু তালহা ।
প্রধান (বক্তা ) হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা – উপজেলার থানা শাখার সহ-সভাপতি মোঃ শাহেদ আল – মাহমুদ।
বিশেষ (বক্তা ) হিসেবে উপস্থিত ছিলেন হিজলা – থানা শাখার সাবেক সাধারণ- সম্পাদক হাফেজ আবু ইউসুফ ও থানার স্কুল বিষয়ে – সম্পাদক মোঃ রাকিব মাহমুদ।
ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ – সম্পাদক আহমাদুল্লাহ বিন – হাবিব এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলে আসরের নামাজ শেষ করে IAB অফিস পর্যবেক্ষণ করেন।