মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন এর পদত্যাগের দাবিতে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (১৮ আগস্ট) সকল ছাত্র ও ছাত্রীদের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময়ে মাদ্রসার সকল শিক্ষার্থী ক্লাশ বর্জন করে মাঠে সমবেত হয়ে অধ্যক্ষ মোসলেম উদ্দিনের পদত্যাগের দাবী তুলে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা রাস্তায় বেড়িয়ে এসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
শিক্ষার্থীদের দাবী হলো আমাদের অধ্যক্ষ একজন দূর্ণীতিবাজ, অর্থলোভী ও নারী পিপাষু। আমরা এই অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত ক্লাশে ফিরে যাবোনা।
এবিষয়ে একাধিক শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা হলে, নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, অধ্যক্ষ মোসলেম উদ্দিন একজন স্বেচ্ছাচারী ব্যাক্তি, উনি ঐতিহ্যবাহী লালমনিরহাট নেছারিয়া মাদ্রাকে কলঙ্কিত করেছেন। আমরা ওনার পদত্যাগ দাবী করছি।
অত্র এলাকার সাধারণ মানুষও এই অধ্যক্ষের অপসার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।