1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

সিঙ্গিনালা কাপ্তাইপাড়া ব্রিজের পাশে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ও ভোগান্তিতে মানুষ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে মুবাছড়ি ইউনিয়নে সিঙ্গিনালা কাপ্তাইপাড়া ব্রিজে পাশে রাস্তাটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২৫/৩০ টি গ্রাম। দুর্ভোগ পোহাতে হবে চাকরি জীবি ও ছাত্র – ছাত্রী। মহালছড়ি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।
বুধবার ২১ আগস্ট ২০২৪ সিঙ্গিনালা কাপ্তাই পাড়া ব্রিজের পাশে রাস্তাটি ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়।এতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসায়ী, সাপ্তাহিক হাট বাজার, পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য,কাঁচা মাল এবং এ সড়কে প্রতিদিন শতাধিক ছোট-বড় ট্রাক, ট্রাকটর, অটোরিকশা, সিএনজি, মহেন্দ্র ও মোটরসাইকেল চলাচল করে থাকে।

কাপ্তাই পাড়া গ্রাম প্রধান নিলাঅং কার্বারী বলেন ২০২৪ সালে পরপর এই বর্ষা মৌসুমে এসে তৃতীয় দফা বন্যা হলো। গত বন্যায় থেকে এ ব্রিজে পাশে রাস্তাটি ঝুঁকি নিয়ে ছোট ছোট গাড়ি গুলো চলাচল করতো গত কয়েক দিন ধরে বৃষ্টিতে শেষ রক্ষা হলো না।সাময়িক সুবিধা জন্য গ্রামের কয়েক জন যুবক নিয়ে সকালে অফিস, স্কুল কলেজ ও মহালছড়ি বাজার মুখী মানুষের জন্য বাশঁ দিয়ে পারাপারে সাঁকো (ব্রিজ) ব্যাবস্হা করা হয়। এভাবে আরো বৃষ্টি হলে এটা ও রক্ষা করা সম্ভব হবে না। তাই মহালছড়ি উপজেলা প্রশাষন কাজে রাস্তাটি দ্রত মেরামতে করে দেওয়ার জন্য অনুরোধ জানান।

মোটর চালক মেশিন পাড়া গ্রামের রাঙ্গু চাকমা (ঐশিবাপ) বলেন, গত কয়েকদিন ধরেই ঝুঁকিতে পার হতাম। প্রতিদিন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম প্রতিদিনের মত আজকে ও সকালে আমার মেয়ে কে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। কাপ্তাইপাড়া ব্রিজে এসে দেখি অনেক মানুষ রাস্তা জোরো হয়েছে। এসে দেখলাম রাস্তা ভেঙে গেছে। পরে মেয়ে কে নামিয়ে দিয়ে ভাঙনের দৃশ্য দেখতেছি। দ্রুত বিকল্প রাস্তা ব্যবস্থা না করলে আমরা গাড়ি নিযে মহালছড়ি সদরে যাতা অসুবিধা হবে।

মুবাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি খীসা জানান, সাম্প্রতিক বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে ব্রিজের পাশে রাস্তা টা ভেঙ্গে যায়। যেহেতু সড়কটি গুরুত্বপূর্ণ, তাই দ্রুতই রাস্তাটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য আর্শ্চাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট