স্টাফ রিপোর্ট!
হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৪ আগাষ্ট ২৪) ইং দুপুরে হবিগঞ্জ বার লাইব্রেরীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গণ অধিকার জেলা যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়ের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব আবুল হোসেন জীবন!
জেলা মহিলা অধিকার পরিষদের নেত্রী কাজল রেখা, হবিগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক লোকমান হোসেন, লাখাই উপজেলা আহ্বায়ক শামছুল হক মালদার, বাহুবল উপজেলা আহ্বায়ক শফিউল আলম চৌধুরী!
নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক ফুল মিয়া,
হবিগঞ্জ গণঅধিকার পরিষদ পৌর শাখার সদস্য সচিব মীর দুলাল!
যুগ্ম সদস্য সচিব হুমায়ূন কবির , সদর উপজেলা সদস্য সচিব হিরা মিয়া, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ!
মানিক মিয়া মেম্বার, এমরান মিয়া, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাহিদ সর্দার,!
সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, পেশাজীবি পরিষদের আহ্বায়ক আতাউর রহমান রাসেল, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, শাহীন আহমেদ, মাহদী হাসান, সৈয়দ হাসান, রহমত রানা, ফিরোজ মিয়া, মাওলানা নোমান, সেলিম মিয়া, সবুজ মিয়া, কাদির মিয়া,মত্তুজ মিয়া- সিরাজ মিয়া, রব মিয়া, শাকিল আহমেদ জীবন, তামান্না আক্তার অলি, রোজিনা আক্তার, মিশু আক্তার, সাজু আক্তার, লুৎফা, শাহানা, জবা, নীলা আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন-গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সকল জুলুম, নির্যাতন সহ্য করে আন্দোলন করেছেন।
এই আন্দোলনের মাধ্যমেই ছাত্র-জনতা আওয়ামীলীগের পতন ঘটিয়েছে।
এখন গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে শক্তিশালী করতে হবে।
সভায় জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন- চৌধুরী আশরাফুল বারী নোমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই তারা কাজ করবেন বলে জানান।
সভায় গণআন্দোলনে নিহতের ঘটনায় অনেক নিরপরাধ ব্যক্তিদের আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং পরবর্তীতে কোন নিরপরাধ ব্যক্তিদের মামলায় আসামী না করার আহ্বান জানানো হয়।