1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর মহিলা মাদরাসার ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর মহিলা মাদরাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধা!

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আজ ২৭/৮/২৪ ইং রোজ মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪দিন পর মহিলা মাদরাসার দুই শিক্ষার্থীর মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন হলো নাইমা আক্তার (১৩)। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
আরেকজন হলো মাইমুনা আক্তার (১৫)। সে সাদেকপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে।
তারা উভয়েই সদর উপজেলাস্থ পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্রী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই মহিলা মাদরাসা শিক্ষার্থী গত ২৪ আগস্ট (শনিবার) রাত থেকে নিখোঁজ হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজিও করেন।
পরে আজ মঙ্গলবার ভোরে সাদেকপুর রাস্তার পাশে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট