আরিফুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বি এন পি ও যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগন বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে লাখো জনতা উপস্থিত হয়, মোহনগঞ্জ বাজার ও আসেপাশে পুরোটাই সাধারণ জনগনেরঢল। সাধারণত জনগণ ও নেতাকর্মী ভাই ও বোনেরা বাবর ভাইয়ের মুক্তির দাবি করেন, তাদের দাবি একটায় বাবর ভাই যেন মুক্তি পেয়ে তাদের মধ্যে ফিরে আসেন। বাবর ভাই একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ছিলেন, তিনি আওয়ামিলীগ সরকার থাকা কালীল মিথ্যা মামলায় পুরো সময়টায় জেলে কাটিয়েছেন এবং এখনো আছেন, তার মুক্তি চাই সবাই। তিনি নেত্রকোনা ৪ আসনের বার বার নির্বাচিত এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, বাবর ভাই ভারতের আতংক, বাংলাদেশের গৌরব। মানববন্ধনে লাখো জনতা বাবর ভাইয়ের মুক্তি চাই। লাখো জনতার কন্ঠে কথা একটায়.. মুক্তি মুক্তি মুক্তি চাই বাবর ভাইয়ের মুক্তি চাই, জেলের তালা ভাঙ্গব বাবর ভাইকে আনব।