।
রুহুল আমিন সুজন- গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও আন্দোলনে সকল শহীদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন শ্রীপুরস্থ গফরগাঁও – পাগলা ঐক্য পরিষদ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদার মোড় থেকে একটি র্যালি বের করা হয়।
পরে র্যালিটি প্রদান সড়ক প্রদক্ষিণ করে,উড়াল সেতুর নিচে শ্রীপুরস্থ গফরগাঁও-পাগলা ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুরস্থ গফরগাঁও-পাগলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরিফ আহমেদ,
সহ-সভাপতি ফেরদৌস আলম,মোজাম্মেল হক ও আকবর আলী।
যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ,মামুন,
বিল্লাল হোসেন,মোর্শেদ আলম,আরিফ,আবুল হাশেম,সিরাজুল ইসলাম, তাহমিনা খাতুন প্রমুখ।সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,বিগত ৬টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্দী ছিলেন গত ১৬ টি বছর এদেশের মানুষে আওয়ামী নির্যাতনের শিকার ছিল। ছাত্র দ্রোহ আন্দোলনে শত,হাজার ছাত্র জনতার শহীদের বিনিময়ে পুনরুদ্ধার হল আওয়ামী দুশাসনের শাসন,পতন হলো আওয়ামী লীগ সরকার।
পুনরায় মুক্ত হল বাংলার জনগণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন,ধ্বংস নয়,প্রতিশোধ নয়,প্রতিহিংসা নয়,ভালোবাসা,শান্তি ও জ্ঞ্যানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
বক্তব্যে আরোবলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে,সংগ্রাম করেছে,হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা মামলা খেয়েছে,মিছিল সভা-সমাবেশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে হাজার জনতা।
তারপরও বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য ধরেছি।বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে সবসময় আছে এবং জনগণের পাশে থাকবে।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।