জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে মাছের খামার থেকে বদিউজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।নিহত বদিউজ্জামান বাট্টাজোড় ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত কবজুল্লাহ পুত্র।স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, বদিউজ্জামান স্থানীয় একটি মাছে খামারে কাজ করতো। প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ি ফিরলেও গতকাল সোমবার তিনি আর বাড়ি ফিরেননি অনেক খোঁজাখোঁজির পর মঙ্গলবার সকাল ৮টার দিকে সবুজ রহমানের মাছের খামারের পুকুরে বদিউজ্জামানের মরদেহ ভাসতে দেখে তার ভাগ্নে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,পরিবারের অভিযোগের ভিত্তিতে ইউডি মামলা হয়েছে।
মোস্তফা গাজী
জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি।
মোবাইল ০১৯১২৬৫১৯০০