
উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে, জরিমানা প্রদান!
উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ-
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এতে ৬ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের জন্য ১২০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত শিকারপুর বন্দরে অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস নেতৃত্ব দেন।
প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার।
বরিশাল জেলা এপিবিএন এর চৌকস সদস্যবৃন্দ আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন।