মোঃ সাজ্জাদুল ইসলাম
গত ২৮ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ (শনিবার) জেলখানা ঘাট এ “বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিওয়াইসিএফ সিরাজগঞ্জ জেলার জেলা শাখার সমন্বয়কারী এক্স সিইউও সুমাইয়া সুলতানা’র সভাপতিত্বে বিওয়াইসিএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সিইউও সাব্বির সার্জেন্ট মাহবুব, সাইফা ইসলাম, সমাপ্তি, সাদিয়া, অমিতা,ফরহাদ,সামিউল,ঐশী,রক্সি,তৃশা,সোনিয়া,বর্ষা,নাবিলা,নির্জনা। সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।