
শফিয়ার রহমান (খুলনা)পাইকগাছা প্রতিনিধি!
পাইকগাছার শামুকপোতা বাজার সার্বজনীন পুজা মন্দিরে
বাবু স্বপন সরকার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : ডা: মো: আবদুল মজিদ এমবিবিএস সভাপতি পাইকগাছা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি :
বাবু তুষার কান্তি মন্ডল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলা বিএনপি,
আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক পাইকগাছা উপজেলা বিএনপি।
মোল্লা মনিরুজ্জামান মনি সাবেক সদস্য খুলনা জেলা বিএনপি।
বক্তব্য রাখেন :
আবু মুছা সরদার,লক্ষিরানী গোলদার,মাস্টার সাধু চরন বিশ্বাস,সুজায়েত গাজী,আকিজ বিশ্বাস,হুরায়রা বাদশা, কাজী সোহাগ,মনিরুজ্জামান মনি,রায়হান পারভেজ টিপু, রাসেল হুসাইন, জাহিদ হাসান,কুদ্দুস গোলদার,ফরহাদ হোসেন,,বাহরুল ইসলাম, দীপংকর অধিকারী, জাহাঙ্গীর হোসেন,কামাল গাজী, শহিদুল সানা,অসিম মন্ডল, তপন মন্ডল, বাচ্চু সানা,মনিরুল খলিফা,মিজানুর রহমান,মারুফ,নুরুজ্জামান, বাবুল সরদার,সাহেব আলী,
দিলীপ মল্লিক, কুমারেশ সরকার, শ্বপন সরকার, সুজিত মন্ডল, বরুন রায়,জগদীশ মন্ডল, সুকৃতী রায়,জয়ন্ত সরকার, পার্থ মন্ডল, রমাকান্ত, জয় মন্ডল, রাজু মন্ডল, পবিত্র রায় প্রমুখ।