লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:
আজ ২৫/১১/২৪ রোজ মঙ্গলবার গোপালগঞ্জ গোহাটা আরামবাগ নিজ বাসভবনে ভোরে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন! তাহার মৃত্যু কালে বয়স আনুমানিক ৭২ বছর।মৃত্যু কালে রেখে যান স্ত্রী,এক সন্তান ও দুটি মেয়ে। মরহুমের গ্রামের বাড়ি নিজড়া। গোপালগঞ্জ সদর গোহাটা আরামবাগ নিজ বাসভবন। তাহার একমাত্র ছেলে এ,এস,পি সার্কেল সোহাগ খান। মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন, আল্লাহ পাক তাহার পরিবারকে শোক ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দান করুন। আমরা মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করছি! তিনি এত ভালো মানুষ ছিলেন এলাকায় শোকের ছায়া নেমে ছে!