1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দিন ||কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে সন্ধ্যায় ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবি’র কাছে দু-দেশের পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানায়, তার পিতা আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পড়নের শার্ট রক্তান্ত অবস্থায় দেখা গেছে। সে কাঁধে করে লাকড়ি নিয়ে আসছিল। এসময় লাশের পাশে লাকড়ির ভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বিজিবি পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট