এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে এক এক করে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, গোয়াইনঘাট প্রেস ক্লাব,রিপোর্টার্স ক্লাব,সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো গোয়াইনঘাটেও মহান বিজয় দিবস উদযাপিত হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন,
থানা প্রশাসনের অফিসার ইনচার্জ সরকার তোফায়েল।
উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী। এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ,
সদস্য সচিব মোঃ মমিনুল হক, ও অংগ সংগঠন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা,সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,, মিনহাজ মির্জা সাইদুল ইসলাম ও হুমায়ূন আহমদ, ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,সাধারণ সম্পাদক ইমরান আহমদ তানজিল আহমদ,রহিম উদ্দিন,নোমান আহমদ, জুনায়েদ আহমদ,
এবং সিলেট থেকে যোগদান করেন সাংবাদিক আবুল কালাম আজাদ। ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরীজ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজয় মেলা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সিলেটের কৃতি সন্তান রাজিন সালেহ। দুপুরে উপজেলা রোবার স্কাউট দলের আয়োজনে বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল খান,ওসি তদন্ত সুজন আহমদ, উপজেলা জামাতের আমির মাস্টার আবুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল হক আখলাকুল আম্বিয়া ও উপজেলা ছাত্র সমন্বয়ক বৃন্দ।