মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
ঢাকা-শায়েস্তাগঞ্জ হাইওয়ে মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজি বাজারের এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারী ২৫) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা টি ঘটে!
নিহতরা হলেন,
নবীগঞ্জের জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩০), বাদশা কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫),
বানিয়াচং উপজেলার মজলিসপুর গ্রামের মোঃ মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০)!
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।
চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে।
ঘটনার পর পরই কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
পরে হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।